মানুষের অধিকাংশ গুনাহ যে কারনে হয় তার মধ্যে তার মধ্যে চোখ এবং লজ্জাস্থান অন্যতম।
আল্লাহ তায়ালা সুরা নুরে নারী পুরুষ উভয়কে তার দৃষ্টি এবং লজ্জা স্থানের হেফাজত করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং...