-
আমি নীরব তরঙ্গে দেখে যাবো একদিন
তোর উপড়ে ফেলা কালনি ঝড়ের নিমেষ৷
একদিন দীগন্ত মুকুটে করবো তোমায় উন্মেশ৷♥
আমি কি পারবো বাস্তবতাকে জয় করতে?
শুভ রাত্রি
অশোক ছায়ায় অনিন্দ্য মায়ায়
উম্মার্গগামী উত্তাল নিলু হাওয়া,
শবনমের অদ্ভুদ ভালো লাগায়
নিজের জগতে হারিয়ে যাওয়া।
আধাঁরে ডাকা রাত্রির অবসানে
ছন্দের তালে রাত্রি দেও পারকরে৷
আকাশ প্রান্তে প্রফুল্ল
হাওয়া ভইছে
নিশি রাতের জ্যোৎস্না
বিরাম ছুড়েছে৷
মনের কুনে ডিগি ডিগি
স্বপ্নের পাহাড় জমেছে৷
রজনি কেটে যাক প্রিয়
বর্ণমালার সাথে৷
সবাইকে শুভ রজনি
আমরা যারা এপ্স পুর্বে ডাউনলোড করেছিলাম৷ সেটা কেটে নতুন সংযোজন বর্ণমালা এপ্স। সবাই ডাউনলোড করেন।আশা করি ভালো লাগবে
-
লোড হচ্ছে...
-
লোড হচ্ছে...
-
লোড হচ্ছে...