লিখেছেন ড. খালিদ আবু শাদী
বান্দা গুনাহ যতবারই করুক না কেন, যত বেশি করুক না কেন আল্লাহ তাআলার ক্ষমা করতে কোন অন্তরাল নেই (অর্থাৎ ক্ষমা পাবার আশা আছে) তবে চারটি বিষয় বা কাজ আছে যেগুলোর কারণে গুনাহ থেকে ক্ষমা পেতে অন্তরাল হয় বাধাপ্রদানকারী হয়। সেগুলো নিম্নে বর্ণিত হল—
(১) আল্লাহর সাথে শিরক বা...
মানুষ আল্লাহর সৃষ্টি। সর্বশ্রেষ্ঠ সৃষ্টজীব। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদত করার লক্ষে। মানুষ যদি দুনিয়াতে ভাল কাজ করে, আল্লাহর সাথে কাউকে শরিক না করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তার পরিণতি হবে শুভ। বলা যায় সে হবে জান্নাতি। আর যদি শয়তানের ধোঁকায় পতিত হয়ে গুনাহে লিপ্ত হয়...