রবিনকে খুন করার সময় প্রচন্ড কষ্ট হয়েছে আমার, আর তিন জনকে মারার সময় এতটা কষ্ট হয় নি, ওর হাতটা ছুটে যাওয়াতে খুব লাফালাফি করেছে ও, ভেবেছে হয়তো বেঁচে যাবে কিন্তু আমার হাত থেকে বেঁচে যাওয়া যে এত সহজ নয়, তবুও খুব চেষ্টা করেছিলো, কিন্তু শেষ রক্ষা হয় নি, শেষ পর্যন্ত তাকে মরতেই হলো, আসলে এটাই যে প্রাপ্য...