ছেলে এখন বড় হয়েছে,
মাকে গিয়েছে ভুলে ।
মায়ের এখন ধার ধারে না,
জ্বালায় ক্রোধের রোষানলে।
শিশুকালে ছিলে যবে,
মায়েরই কোলে।
বুকে আগলে রেখেছিল,
কষ্ট পাবে বলে।
বিয়ে করেছো, বউ পেয়েছো,
পর করেছো মাকে।
ছাড় পাবে না, হবে সাজা
রোজ-হাশরে।
মাকে তুমি ভুল বুঝো না
ওরে বাছাধন,
নিজেকে যে ভুলে গিয়ে,
তোমায় করেছে...