অপরাজিতা ফুলের চা ক্লান্তি দূর করতে ও শরীর সতেজ করতে দারুণ কাজ করে।
উপকরণঃ
১.অপরাজিতা ফুল
২.পরিমাণ মতো পানি
৩.মধু
৪.লেবু ইচ্ছা অনুযায়ী
প্রস্তুত প্রণালীঃ
পাতিলে পরিমাণ মতো পানি দিতে হবে।পানি ফুটে উঠলে ফুল গুলো দিতে হবে।পানি আর ফুল এক সাথে ফুটতে থাকবে সাথে কালার পরিবর্তন হতে থাকবে।দুই মিনিট ফোটার পর পাতিল টা ঢেকে দিতে হবে।দুই মিনিট পর পাতিল নামিয়ে চা কাপে ঢেলে এক চামচ মধু দিয়ে চামচ দিয়ে নেড়ে নিয়েই হয়ে গেলো অপরাজিতা ফুলের চা।
এবার আসি লেবুর কাজেঃ
এক কাপ তৈরী অপরাজিতা ফুলের চায়ে এক চামচ লেবুর রস দিলে নীল কালার চা থেকে কালার পরিবর্তন করে হবে বেগুনি কালার।
শরীরের জন্য খুবই উপকারী এই চা।
Last edited by a moderator:
-
লাইক 1
- সকল রিয়েক্ট