স্বভাবতই প্রশ্ন জাগে অপসংস্কৃতি কি? আমি এ প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমার মতে অপসংস্কৃতির কোন আন্তর্জাতিক তথা সর্বজনস্বীকৃত সংজ্ঞা ও ব্যাখ্যা নেই-
শৃংখলার বিপরীত যেমন উচ্ছৃংখলতা আদবের বিপরীত যেমন বে-আদবী, আইনের বিপরীত মেযন বে-আইনী, সুস্থ চিন্তার বিপরীত যেমন বিভ্রান্তি আর সভ্যতার বিপরীত যেমন বর্বরতা, তেমনি সংস্কৃতির বিপরীত যা কিছু আছে, সবই অপসংস্কৃতি। বিভ্রান্ত চিন্তার উদভ্রান্ত খেয়ালের ইবলিসী প্রোগ্রামের বাস্তব অনুশীলনকে উজ্জীবিত করে যে রং-রসের তরঙ্গ সৃষ্টি করা হয়, সেই তরঙ্গের বিভিন্নমুখী প্রকাশের সামগ্রিক অবস্থাকে অপসংস্কৃতি নামে আখ্যায়িত করা যায়। পরিশীলিত ও মার্জিত চিন্তা চেতনা তথা মন মানসের বিপরীত যা কিছু আছে,সবই আমি অপসংস্কৃতি বলি।
Last edited:
-
ওয়াও 2
-
লাইক 1
- সকল রিয়েক্ট