কুরআন মানবসমাজকে অজ্ঞতার অন্ধতা থেকে বের করে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে। এ প্রসঙ্গে কুরআনের বক্তব্য-
‘এই কিতাব আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যেন তুমি মানবসমাজকে বের করে আনো অন্ধকার রাশি থেকে আলোতে, তাদের প্রভুর অনুমতিক্রমে মহাক্রমশালী সপ্রশংসিত আল্লাহর পথে।’ (সূরা ইবরাহিম : ১)
মহানবি (সা.) বলেন-
‘যে ঘরে কুরআনচর্চা হয় না, সেটি পোড়াবাড়ির মতো’ । (তিরমিজি : ২৯১৩)