সে দিন রাতের গভীরে,বুকের নীড়ে
দেখেছিলাম রূপালি জোছনাদের করুণ তান;
ঘুমন্ত ইট-পাথরের শহরে ক্লান্ত সেই মন-প্রাণ,
সময়ের কাটাতারে বিধেঁ গেছে, তোমার দেয়ালের কত লেখা;
মিয়্রমান এই সুখের ছায়ারা, আজ বড় ক্লান্ত অসহায়,
শুধু তোমার ভাঙা স্মৃতি,ছেঁড়া স্বপ্ন,ভাঙা কাঁচের আলো একবার স্পর্শ করবো বলে;
যন্ত্রে বাঁধা মন,অর্থে কেনা সুখগুলো থেকে সেই কবেই মুখ ফিরিয়ে নিয়েছে;
শুধু তার আত্মার গভীর থেকে ওঠা আসা ক্ষীণস্বরের শব্দদের আশ্চর্য রকমের নিস্তদ্ধতা ;
শূন্যঘরের আধখোলা জানালার কাঁচে ভেসে ওঠা বাষ্পেরা,
নিবিড় মেঘে মগ্নতার ছায়ায় ভুবন জোড়া দীপ্তি তার!!
Last edited by a moderator:
-
লাইক 1
- সকল রিয়েক্ট