রাস্তায় চলতে গেলে কখনো কখনো কুকুরে তাড়া করে। গভীর রাতে বা খুব ভোরে ফাঁকা রাস্তায়ও কুকুরের মুখোমুখি হতে পারেন। তখন কী করবেন? অনেকেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন। তাদের জন্য আজ থাকছে কুকুর থেকে বাঁচার সহজ কিছু পথ—
১. ভয় পাবেন না। যথাসম্ভব নির্বিকার থাকুন। তাহলে কুকুরটিও আপনার প্রতি আগ্রহ হারাবে।
২. দৌড়োনোর চেষ্টা করবেন না। তাতে কুকুরটিও উত্তেজিত হবে।
৩. কুকুরের দিকে আপনিও তেড়ে যাবেননা,এতে হিতে বিপরীত হতে পারে।
৪. এতেও কাজ না হলে নিরাপদ জায়গায় লুকিয়ে যান। কারণ কথায় আছে, আপনি বাচলে বাপের নাম।
My blog
Last edited: