এই সোনার খাঁচাতে বাস করতো
একটা চড়ূই পাখি,
থেকে থেকে চড়ূই গায়ছে গান;
কি মায়াবী আঁখি।
সেই শ্রাবণ দিনে ভিজছে চড়ূই
ঝমাঝম্ বৃষ্টি খুব!
আজ চড়ূই নাই আমার পাশে
একলা লাগে খুব।
পরশু চড়ূইর যে ছিল জন্মদিন!
আসছিল টুনটুনি-বুলবুলি,
আর আসছিল দোয়েল-ময়না-টিয়া
চড়ূই কোথায় গেলি।
সব আয়োজন গেল শেষ হয়ে
চড়ূই পাখির অনুষ্ঠানে!
বিদায় বেলায় সবাই মহা-খুশি,
চড়ূই পাখির জন্মদিনে।
সোনার খাঁচাটি শূন্য পড়ে রইল
চড়ূই আজ ফাঁকি,
কোথায় গেলি চড়ূই বলনা একবার
প্রাণ খুলে ডাকি।
Last edited by a moderator: