আজ সন্ধ্যায়, আকাশে আধখানা চাঁদ
দুরু দুরু কুয়াশায় ঢাকা -
তখন রেলওয়ে ষ্টেশনে বসে বসে
তোমার কথা ই ভাবছিলাম।
বুকের মধ্যে প্রচন্ড ব্যাথা চিন চিন করছে,
কেন জানি মনে হচ্ছে, তোমার স্পর্শ ছাড়া
এ ব্যাথা কোন ভাবেই কাটবে না।
কিন্তু তোমার স্পর্শ পাবো কোথায়? তুমি তো
এখন ভীন গ্রহে থাকো!!
তাই মুঠো ফোনে তোমার কান্না শুনছিলাম।
Last edited by a moderator:
-
লাইক 1
- সকল রিয়েক্ট