আসসালামুআলাইকুম। কেমন আছেন বর্ণমালা ব্লগের <ব্লগার> ভাইয়ারা, আপুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন।
আমার আজকের ব্লগটির বিষয় হলো : পুরস্কার প্রসঙ্গে-
আপনারা দেখেছেন গত সপ্তাহের সেরা ব্লগার হিসেবে বর্ণমালা ব্লগ আমাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার আমাকে একটি কবিতার বই দেওয়া হলো। বইটির নাম হলো ‘মৌন মুখরতা’
‘সত্যিকার অর্থে পুরস্কার মানুষকে অনুপ্রেরণা দেয়। আবার আনন্দ ও দেয়।’ ঠিক তেমনি বর্ণমালা ব্লগের এই পুরস্কার আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং আনন্দও দিয়েছে। এতে করে আমার লেখা-লেখির প্রতি প্রবণতাটা আরো বেড়ে গেলো। তাই আপনাদের বলছি (বর্ণমালা ব্লগের <ব্লগার>) ভাইয়ারা, আপুরা আপনারাও শিক্ষামূলক, সমাজ সচেতনতামূলক, ধর্মীয় এবং জীবনমুখী পোস্ট করুন এবং বেশি বেশি লেখা-লেখি করে বর্ণমালা ব্লগ থেকে জিতে নিন “সেরা ব্লগার পুরস্কার”
Attachments
-
471।9 KB দেখা হয়েছে: 104
Last edited:
-
লাইক 1
-
লাভ 1
- সকল রিয়েক্ট