কবিতা: প্রিয় গাঁ
কবি: এসপিএস শুভ
রচনা: ২৩/৭/২০১৯
________________________
গাঁয়ের পাশে রোজ সকালে
উঠে সোনার রবি,
ক্লান্ত পথিক ডেকে বলে-
জীবন্ত এক ছবি।
রোজ সকালে পাখির মেলা
বসে ঝোপের ঝাড়ে,
বৃক্ষের শাখে চুপিচুপি-
আজ টুনটুনি লেজ নাড়ে।
আজ নিশি নদীর দু'পাশে
কাশফুল ছড়াচ্ছে মধু;
স্নান শেষে চলেছে গৃহ,
চলেছে গাঁয়ের বধূ।
কাজলা দিঘীর জলে আমি
থাকব দিবারাতি!
গাঁ যে আমার রূপের রানি!
থাকি যে তার সাথি।
গাছের ডালে কোকিল ডাকে
পাগল করা তার সুর,
সবুজ পাতার ফাঁকে-ফাঁকে
সুবাস যেন তার নুর।
এই সোনার গাঁয়ে ক্ষেত ভরা
চাষ করে সেই চাষা;
কবি নজরুল-রবি ঠাকুর
বলছে বঙ্গের ভাষা।
গাঁয়ের পাশে সোনালী ধান;
করে যে চাষাবাদ,
কৃষকের মন চঞ্চল হয়ে
পূরণ করে তার সাধ।
সময় করে এসো বন্ধু
আমার প্রিয় গাঁয়ে,
কখন যে হারিয়ে যাবো
দেবলোকের নায়ে।
কবি: এসপিএস শুভ
রচনা: ২৩/৭/২০১৯
________________________
গাঁয়ের পাশে রোজ সকালে
উঠে সোনার রবি,
ক্লান্ত পথিক ডেকে বলে-
জীবন্ত এক ছবি।
রোজ সকালে পাখির মেলা
বসে ঝোপের ঝাড়ে,
বৃক্ষের শাখে চুপিচুপি-
আজ টুনটুনি লেজ নাড়ে।
আজ নিশি নদীর দু'পাশে
কাশফুল ছড়াচ্ছে মধু;
স্নান শেষে চলেছে গৃহ,
চলেছে গাঁয়ের বধূ।
কাজলা দিঘীর জলে আমি
থাকব দিবারাতি!
গাঁ যে আমার রূপের রানি!
থাকি যে তার সাথি।
গাছের ডালে কোকিল ডাকে
পাগল করা তার সুর,
সবুজ পাতার ফাঁকে-ফাঁকে
সুবাস যেন তার নুর।
এই সোনার গাঁয়ে ক্ষেত ভরা
চাষ করে সেই চাষা;
কবি নজরুল-রবি ঠাকুর
বলছে বঙ্গের ভাষা।
গাঁয়ের পাশে সোনালী ধান;
করে যে চাষাবাদ,
কৃষকের মন চঞ্চল হয়ে
পূরণ করে তার সাধ।
সময় করে এসো বন্ধু
আমার প্রিয় গাঁয়ে,
কখন যে হারিয়ে যাবো
দেবলোকের নায়ে।
Last edited by a moderator: