মহিলা : হে আল্লাহর রাসূল! আপনি আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে একটি নেককার সন্তান দান করেন, যাতে করে আমার অন্তর আনন্দ ও প্রশান্তি লাভ করে।’
মুসা (আ) তার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার জবাবে আল্লাহ মুসাকে জানান, ‘আমি তার তকদিরে (ভাগ্যলিপিতে) লিখে দিয়েছি সে হবে বন্ধ্যা।’
মুসা (আ) মহিলাকে জানান, আল্লাহর তোমার ভাগ্যলিপিতে ‘বন্ধ্যা’ লিখে রেখেছেন। মহিলা ফিরে যায়। এক বছর পর মহিলা আবার মুসা (আ) এর কাছে এসে একই অনুরোধ করে : ‘হে আল্লাহর রাসূল! আপনি পুনরায় আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে একটি নেককার সন্তান দান করেন, যাতে করে আমার অন্তর আনন্দ ও প্রশান্তি লাভ করে।’
মুসা (আ) তার জন্যে আল্লাহর কাছে পুনরায় দোয়া করেন। দোয়ার জবাবে আল্লাহ মুসাকে জানান : ‘আমি তার ভাগ্যলিপিতে লিখে দিয়েছি সে হবে বন্ধ্যা।’
মুসা (আ) সালাম মহিলাকে জানান, আল্লাহ তোমার ভাগ্যলিপিতে ‘বন্ধ্যা’ লিখে রেখেছেন। মহিলা ফিরে যায়।
এক বছর পর মুসা (আ) মহিলাকে দেখতে পান। তিনি দেখেন তার কোলে একটি ফুটফুটে বাচ্চা! বিস্মিত মুসা (আ)! মহিলাকে জিজ্ঞেস করেন, এই বাচ্চাটা কার?
মহিলা: এটি আমার বাচ্চা, আল্লাহ পাক আমাকে বাচ্চা দান করেছেন।
তখন মুসা আলাহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন :
‘হে আমার প্রভু! আপনি তো এই মহিলার ভাগ্যলিপিতে লিখে রেখেছেন সে হবে বন্ধ্যা। এখন কেমন করে তার বাচ্চা হোলো?’ তখন মহান আল্লাহ মুসাকে জানান : “হে মুসা, তুমি যখনই তাকে বলেছো “তুমি বন্ধ্যা”, তখনই সে বলেছে : “আমার প্রভু তো পরম দয়াবান রহমানুর রহিম।” সে আমার এমন মহান গুণ উল্লেখ করে আমাকে ডেকেছে যে, আমার কুদরতের উপর আমার অনুকম্পা বিজয়ী হয়ে গেছে। আমি তাকে সন্তান দান করেছি!”
Last edited by a moderator:
-
2
-
1
-
1
- সকল রিয়েক্ট