ব্যাট হাতে অনবদ্য তামিম
দেশসেরা ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ১০ চার আর ১১ ছয়ে অপরাজিত ১৪১* রান।
এবারের বিপিএল মৌসুম কেমন জানি খুব একটা ভালো যাচ্ছিলনা তার।কাঙ্খিত ইনিংস যেন খেলতেই পারছে না।বার বার ব্যার্থ হলেও তিনি হতাস হননি।বাংলা ভাষায় একটি প্রবাদ আছেঃ-শেষ ভালো যার সব ভালো তার।এমন একটি ম্যাচ কোন বাংলা দেশিদের নিকট কেউ কখনো কল্পনাও করেনি। বিপিএল তো বটেই, সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও এটাই তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ!শুধু বাঙালীদের নয় রীতিমত বহির্বিশ্বকে অবাক করেছেন এই ওপেনার। সব থেকে ভালো লাগার স্থানটি হলো বিপিএল এর ফরএইন প্লেয়ার নির্ভরতা আস্তে আস্তে দেশি প্লেয়ারদের উপর পড়ছে,মূলত বিপিএল এর এটাই স্বার্থকতা।
দেশসেরা ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ১০ চার আর ১১ ছয়ে অপরাজিত ১৪১* রান।
এবারের বিপিএল মৌসুম কেমন জানি খুব একটা ভালো যাচ্ছিলনা তার।কাঙ্খিত ইনিংস যেন খেলতেই পারছে না।বার বার ব্যার্থ হলেও তিনি হতাস হননি।বাংলা ভাষায় একটি প্রবাদ আছেঃ-শেষ ভালো যার সব ভালো তার।এমন একটি ম্যাচ কোন বাংলা দেশিদের নিকট কেউ কখনো কল্পনাও করেনি। বিপিএল তো বটেই, সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও এটাই তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ!শুধু বাঙালীদের নয় রীতিমত বহির্বিশ্বকে অবাক করেছেন এই ওপেনার। সব থেকে ভালো লাগার স্থানটি হলো বিপিএল এর ফরএইন প্লেয়ার নির্ভরতা আস্তে আস্তে দেশি প্লেয়ারদের উপর পড়ছে,মূলত বিপিএল এর এটাই স্বার্থকতা।
Attachments
-
42।1 KB দেখা হয়েছে: 1,753
-
42।1 KB দেখা হয়েছে: 27