উর্দু হবে রাষ্ট্র ভাষা
পশ্চিমারা চায়,
প্রতিবাদে ছাত্রসমাজ
রাস্তায় নেমে যায়।
সালাম বরকত রফিক জব্বার
বাংলা মায়ের ছেলে,
ভাষার তরে শহীদ হলো
বুকের রক্ত ঢেলে।
মাতৃভাষা বাংলা আমার
সকল ভাষার সেরা,
মায়ের মুখের মধুর বুলি
জীবনটা যে ঘেরা।
জন্ম নিয়েই বীর বাঙ্গালী
বাংলায় কথা বলে,
স্বর-ব্যঞ্জনে জ্বালতে প্রদীপ
পাঠশালাতে চলে।
ভাষার মাসে শ্রদ্ধা জানাই
শহীদ ছেলের তরে,
মরে গিয়েও বেঁচে আছে
বাংলার ঘরে ঘরে।
পশ্চিমারা চায়,
প্রতিবাদে ছাত্রসমাজ
রাস্তায় নেমে যায়।
সালাম বরকত রফিক জব্বার
বাংলা মায়ের ছেলে,
ভাষার তরে শহীদ হলো
বুকের রক্ত ঢেলে।
মাতৃভাষা বাংলা আমার
সকল ভাষার সেরা,
মায়ের মুখের মধুর বুলি
জীবনটা যে ঘেরা।
জন্ম নিয়েই বীর বাঙ্গালী
বাংলায় কথা বলে,
স্বর-ব্যঞ্জনে জ্বালতে প্রদীপ
পাঠশালাতে চলে।
ভাষার মাসে শ্রদ্ধা জানাই
শহীদ ছেলের তরে,
মরে গিয়েও বেঁচে আছে
বাংলার ঘরে ঘরে।
Attachments
-
11।6 KB দেখা হয়েছে: 222
Last edited by a moderator:
-
লাইক 3
- সকল রিয়েক্ট