মা তো মা-ই
তার কোনো তুলনা হয়না...
এক মাকে জিজ্ঞেস করা হলো:
আপনার সন্তানদের মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন?
মা বললেন:
“তাকে, যে অসুস্থ হয়, যতক্ষণ-না সে সেরে উঠে।
তারপর তাকে, যে দূরে থাকে, যতক্ষণ-না সে ফিরে আসে।
তারপর তাকে, যে সবার ছোটো, যতক্ষণ-না সে বেড়ে উঠে।
সবশেষে বললো, সবাইকে, যতক্ষণ-না আমার মৃত্যু হয়।”
সত্যি, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়না। স্বার্থবিহীন যিনি ভালোবাসেন, লাভ-লোকসানের হিসাব না করে যিনি ভালোবাসেন তিনি হলেন মমতাময়ী মা। তাই আমাদের উচিত মাকে কখনোই কষ্ট না দেওয়া। সর্বদা মায়ের সেবা করা, মাকে শ্রদ্ধা করা, মায়ের কথা মেনে চলা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো মেনে চলার তোফিক দান করেন।
Last edited:
-
লাভ 2
-
লাইক 1
- সকল রিয়েক্ট