মেঘবালিকার সমীপে
সামিয়া সুলতানা
এই যে ধূসর'তায় ছায়া প্রাঙ্গনে এক মুঠো রঙিন আবেশ,
এই বর্ণিলতা একমাত্র তুমিই ধারণ করতে পারো!!
শৈল্পিক বেদনার নকশাগুলোতে তুলির আচঁড়ে প্রানের স্পন্দন দিতে পারো!!
সুদূর মরুভূমির মরীচিকা মাড়িয়ে পড়ন্ত বিকেলে বালি তটে তোমার যেই প্রগাঢ় ছায়া,
তাতে বিস্তীর্ণ আকাশের স্ফটিক স্বচ্ছতা একমাত্র তুমিই এনে দিতে পারো!!
শতাব্দীকালের নিষ্ঠুরতায় বন্দী অলীক স্বপ্নগুলোকে বহুরঙা প্রজাপতি হয়ে ডান ঝাপটাতে তুমিই দিতে পারো!!
চির অসুখী পৃথিবী'টাকে অভিবাদনের মুগ্ধ বিস্ময়ে আবারো কাঁপিয়ে দিতে তুমিই পারো!!
মহিমান্বিত সন্ধ্যায় এই নিঃস্তব্দ পৃথিবীটা আবারো তোমার শব্দের প্রতিক্ষায় প্রতিক্ষীত!!
Last edited:
-
লাইক 4
-
ওয়াও 1
- সকল রিয়েক্ট