ছুটো,বড় এমনকি বৃদ্ধদের কাছেও প্রিয় মুখ এই মানুষটি।সিলেটের এমন কোনো মানুষ নেই যিনি মুরাদ ভাইয়ের নাটিকা দেখেননা।আর দেখবেনই বা না কেনো?তার প্রতিটি নাটিকা হলো সমাজকে বদলে দেবার মত এবং বাস্তবতা নির্ভর।
একটা সময় ছিলো যখন আমরা প্রিতি শুক্রবারে আলিফ লায়লা দেখার জন্য পুরো সপ্তাহ ধরে অপেক্কা করতাম।আর এখন অপেক্কা করি তার চেয়েও বেশি প্রতি সোমবারে মুরাদ ভাইয়ের নাটিকা দেখার জন্যে।
সোমবার সন্ধ্যা ৭.৩০ টা মানেই নেট অন করে ইউটিউব এ ঢুকে মুরাদ ভাইয়ার নাটিকার জন্যে অপেক্কা করা।
তার নাটিকার মধ্য দিয়ে ফুটে উঠে সমাজের সকল সমস্যা ও তার সমাধান।সমগ্র বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলছেন সিলেটী নাটিকাকে।
এই মানুষটি সম্পরকে আমি আর কি বলব? আপনারা সবাই তাকে ভালোভাবেই জানেন।
পরিশেষে এটাই বলব,আল্লাহ ভাইকে আরো বড় করুন আর তার প্রচেষ্টায় সিলেটী নাটিকা পৌছে যাক বিশ্বময়।
My blog
Last edited: