বিজন নিশিতে হারিয়েছে মন,
নীল গগনের পানে।
জোছনা আলোতে মুদিছে নয়ন,
সুখের তীব্র ঘ্রাণে।
পথগুলো সব হয়েছে রঙিন,
দুঃখ কিংবা সুখে।
মলিন হয়েছে হৃদয় আঙিন,
ছুটছে দুখ বিমুখে।
মহীজুড়ে মন ছুটে যে বেড়ায়,
একটু সুখের আশে।
সুখটাকে সে মনের খাঁচায়,
রাখবে দুখের পাশে।
দুখের রংটা নীল সে জানে,
সুখের রঙ জানে না।
সুখটা তাকে বড্ড টানে,
দুখ কেন টানে না।
মনের কোণে সুখ পাখিটা,
ডাকে প্রেমের ডালে।
একা একা দুখ পাখিটা,
হারায় অন্তরালে।
মন যে নাচে সুখের তালে,
দুঃখ নাহি সে সয়।
বিজন নিশি মনকে বলে,
সুখেরও দুঃখ হয়।
নীল গগনের পানে।
জোছনা আলোতে মুদিছে নয়ন,
সুখের তীব্র ঘ্রাণে।
পথগুলো সব হয়েছে রঙিন,
দুঃখ কিংবা সুখে।
মলিন হয়েছে হৃদয় আঙিন,
ছুটছে দুখ বিমুখে।
মহীজুড়ে মন ছুটে যে বেড়ায়,
একটু সুখের আশে।
সুখটাকে সে মনের খাঁচায়,
রাখবে দুখের পাশে।
দুখের রংটা নীল সে জানে,
সুখের রঙ জানে না।
সুখটা তাকে বড্ড টানে,
দুখ কেন টানে না।
মনের কোণে সুখ পাখিটা,
ডাকে প্রেমের ডালে।
একা একা দুখ পাখিটা,
হারায় অন্তরালে।
মন যে নাচে সুখের তালে,
দুঃখ নাহি সে সয়।
বিজন নিশি মনকে বলে,
সুখেরও দুঃখ হয়।
-
ওয়াও 2
- সকল রিয়েক্ট